হুলোপ্যাঁচার পেটগরম

এত গরম কেন পড়ল জানেন? হুলোপ্যাঁচার পেটগরম হয়েছে বলে। বড়বউ তো এসব কিছু জানে না, সে তো বেশ করে মুরগি-এনে ঝোল-ঝাল করে খাইয়ে দিয়েছে হুলোপ্যাঁচাকে। তারপরেই এই কাণ্ড। কি জ্বালা বলুন দিকি! আপনি না পারছেন বেরোতে না পারছেন ঘরে রইতে। সুজ্যিকে দুষছেন যে, সে বেচারাও বেজার মুখে আপনার দিকে চেয়ে।

আসলে হয়েছে কি, হুলোপ্যাঁচা সব খেয়ে-খুয়ে এক রাম-ঢেঁকুর তুলেছিল। সেই ঢেঁকুর আকাশে উঠে ঠাণ্ডা হয়ে মেঘ হল। এইবার সে মেঘে আছে কি? আছে লঙ্কা-বাটার ঝাঁঝ, পোস্তবাটার গন্ধ আর কিছু গরমমশলা। পিঁয়াজবাটার কথা তো ছেড়েই দিন। ওদিকে আমাদের বড়বউএর রান্নার হাত বেশ ভালো। সে সেই কবে থেকে দেখভাল করে করেই না এত বড়খানা করল হুলোপ্যাঁচাটাকে! ওদিকে, হুলোপ্যাঁচা তো শুধরোল না। সে ঢেঁকুর তুলেই গেল। তোলা-টোলা শেষ হলে চাদর মুড়ি দিয়ে শুতে গেল ছাদে। হ্যাঁ, গরমে বেশি অস্বস্তি হলে হুলোপ্যাঁচা চাদর মুড়ি দিয়ে ছাদে যায় শুতে।

এ নিয়ম অবিশ্যি আজকের নয়। সেই যবে থেকে হুলোপ্যাঁচা আসলে কি সে নিয়ে আদ্যিকালের পাদ্যি বুড়োবুড়ি ঝগড়ায় বসলো পালা করে, সেই তবেকার। সেসময় অবশ্য হুলোপ্যাঁচা এসব খেত লুকিয়ে। একদিন চাকুমচুকুম শব্দ শুনে ঘরে ঢুকে দেখতে গিয়ে বড়বউ টের পেল। আহা, যতই হোক আলসে থেকে ঝরে পড়া, বড়বউ মা বটে। আর মুখুজ্জেদের কথাও মাথায় রাখতেই হবে। সেঘরে ঐ লুকিয়ে চাকুমচুকুম? ব্যস। বড়বউ আদেশ দিল, "মুরগি লাও"।

দেখতে দেখতে খান পাঁচছয় কানা চোখো, ল্যাংড়া, পেটফোলা মুরগি হাজির। তাদের কে আবার একপায়ে দাঁড়িয়ে ধ্যান করছিল। বেচারা মাথা কাটা পড়ার সময় টুকু যাতে ধ্যান না ভাঙ্গে সেইজন্য আরেকপা নামিয়েছিল। সে বেচারাই প্রথম গেল হুলোপ্যাঁচার পেটে।

ওদিকে হুলোপ্যাঁচা তখন ইঁদুরের ঘিলু খেয়ে দেখছিল, আচার, লেবু আর লঙ্কা দিয়ে। সেসবের কাছে মুরগির রোস্ট? যাক গে, বড়বউ-এর কথায় সে খেল দুফোঁটা। তারপর চারফোঁটা। তারপর একহাতে ইঁদুরের ঘিলু আর একহাতে মুরগির ঠ্যাং - এই নিয়ে চলল লড়াই। শেষে জিতে গেল মুরগি।
সেই থেকে এখনও চলছে। কিন্তু ঐ, সঙ্গে ঢেঁকুরও ফাউ। বৃষ্টি এলে তবে মুরগি হজম হয় আর হুলোপ্যাঁচা নিশ্চিন্তে ঘুমোয়। তার পেটের ভিতর হুলোগিরি বা মাথার কোণায় প্যাঁচামোর চিন্তা ভিজে উঠে খানিক খানিক জিরিয়ে নেয়।


বিপদ আপনার। ভাবুন একবার, সুজ্যি আসছে ঐ লঙ্কাবাটার মেঘ পেরিয়ে। সে কি ঠাণ্ডা হবে? হচ্ছেও না। হবার মধ্যে গরম হচ্ছে আপনার চাঁদি আর হুলোপ্যাঁচার পেট। সে তো নয় এই সন্ধ্যেবেলায় খানচারেক বাদুড় খেয়ে সারিয়ে নেবে... আপনার কি হবে বলুন দেকি?

মন্তব্যসমূহ