সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্য

গোভূত

কথায় কথায় গালি খাবার অভ্যাস থাকলে ছোটবেলা কিংবা বড়বেলায় ঠিক শুনতে পেতেন , " গোভূত একটা " ( প্রেমিকা বাদে , ঐটে ধরতে নেই - আর প্রেমিকদের ধড়ে একটাই মাথা ; তাই এর লিঙ্গান্তর খুঁজতে যাবেন না ভাই ) । ইস্কুল - কলেজ থেকে রাস্তা , কোথাও না কোথাও নরমেসরমে গালি খেতে এ গালি - র জুড়ি নেই। কিন্তু , কথা হল এই যে , গোভূত কি গোমাতা - সংক্রান্ত কেউ ? কিংবা, গোভূত কি নড়েচড়ে হেঁটেচলে বেড়ায়, বা জাবর কাটে? মাঝে মাঝে আচমকা গোবরের গন্ধে যদি চারদিক ভরে যায় কিন্তু কোনদিকে গোরু বা গোবর যদি না থাকে, তবে কি সে ভূতো-গন্ধ? মনে মনে এইসব প্রশ্ন পেলেও উত্তর জানা তো নেই। যে জানতো , তাকে আবার ইদানীং কেউ খুঁজে পাচ্ছে না। সে হল আমাদের রোমেশ। রোমেশ। হ্যাঁ , এক্কেবারে ঠিক নাম পড়েছেন। আসল নাম কী জানা নেই , কিন্তু রোমশ সে রূপ মানুষরূপী বনের কথা মনে পড়িয়ে দিত বলে লোকজন ওই নামে ডাকতো। মানে , এখনও ডাকে আর কি , নেহাত খুঁজে পাওয়া যাচ্ছে না , তাই। এই খুঁজে না পাওয়ার কথাই এইখানে বলবার। রোমেশ রোমে যায়নি , কিন্তু এ

সাম্প্রতিক পোস্টগুলি

চোদ্দ ভূত

হুলোপ্যাঁচার পেটগরম

হুলোপ্যাঁচা ও অক্টোবরমাস